আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মাদারীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০২:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০২:২১ অপরাহ্ণ
মাদারীপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুর আজ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ‘মাটি ও পানি:জীবনের উৎস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, মাদারীপুর জেলা কৃষি বিভাগের আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুর উপ-পরিচালক ড.সন্তোষ চন্দ্র চন্দর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ নজরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৃত্তিকা দিবস বাস্তবায়ন কমিটির ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় মাদারীপুরের সদস্য সচিব ইসরাত জাহান।

র‌্যালি ও আলোচনা সভায় কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাসহ কৃষক ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা, মাটি ও পানি স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights