আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খুলনা সিটিতে প্রথমবারের মতো ভোট হচ্ছে ইভিএমে

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১০ জুন ২০২৩ @ ০২:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুন ২০২৩@০৪:১৫ অপরাহ্ণ
খুলনা সিটিতে প্রথমবারের মতো ভোট হচ্ছে ইভিএমে

।।স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশন এই প্রথমবারের মতো ভোট হবে ইভিএমে। এরই মধ্যে তিন হাজার ইভিএম পৌঁছে গেছে খুলনায়। চলছে ডাটা আপডেটের কাজ, এই নতুন পদ্ধতিকে স্বাগতম জানিয়েছেন সব প্রার্থী।

প্রথমবারের মত খুলনা সিটিতে ৫লাখ ৩৫হাজার ৬৪০জন ভোটার ভোট দেবেন ইভিএমে। এরই মধ্যে পৌঁছে গেছে মহিলা ক্রিড়া আফিসে ৩০০০মেশিন। চলছে সব ধরনের প্রস্তুতি। সপ্তাহ জুড়ে নগরীর বিভিন্ন স্থানে ইভিএম মেশিন নিয়ে প্রচার চালিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচনে ভোট দেওয়া নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে ভোটাররা। আওয়ামীলীগের মেয়র প্রার্থীসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থী ইভিএমে ভোট দেওয়াকে স্বাগত জানিয়েছেন।

এদিকে ইভিএম নিয়ে শঙ্কা থাকলেও ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে মেয়র প্রার্থীরা। নির্বাচন কর্মকর্তারা বিডি হেডলাইন্সকে বলেন- ইভিএমে ভোট নিয়ে জটিলতা এড়াতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবারের নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি কেন্দ্রে ১৭৩২টি বুথে থাকবে ইভিএম মেশিন। এছাড়া ১০০০মেশিন অতিরিক্ত রাখা হবে।

বাই/পি/১০০৬২৩/১৪:৪৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights