আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছেলের সাক্ষ্যে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৫ জুলাই ২০২৩ @ ১০:৫৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুলাই ২০২৩@১০:৫৭ পূর্বাহ্ণ
ছেলের সাক্ষ্যে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

২০১৬ সালে পাঁচ বছরের ছেলের সামনে স্ত্রীকে হত্যা করায় ভারতের মুম্বাইয়ের এক দাঁতের চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে স্থানীয় সেশন আদালত। উমেশ বোবালে নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাকে এই শাস্তি দেন অতিরিক্ত সেশন জাজা পিপি বানকার।

প্রসিকিউশন জানিয়েছে, তালাক দেয়া স্ত্রীকে রান্নাঘরে ছেলের সামনে গলা কেটে হত্যা করেন উমেশ। নিহতের শরীরে মোট ৩৪টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার কয়েক মাস আগে ওই যুগল তালাকের আবেদন করেছিলেন। মুম্বাইয়ের দাদার এলাকায় ২০১৬ সালের ডিসেম্বরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তালাকের ক্ষতিপূরণের অংক নিয়ে ওই যুগলের মতবিরোধ ছিল। উমেশ বলে আসছিলেন তালাক চূড়ান্ত হলে ক্ষতিপূরণ পরিশোধ করবেন।

নিহতের বোন পরে আদালতে জানান, বিয়ের ছয় মাস পর থেকে ওই যুগল নিয়মিত ঝগড়া করতো। কাজ থেকে ফিরতে দেরি হওয়ায় স্ত্রীকে সন্দেহ করতেন উমেশ। স্ত্রী তনুজা গর্ভবতী হয়ে পড়লে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করা শুরু করেন উমেশ। এছাড়া সন্তানের পিতৃত্ব নির্ধারণে ডিএনএ টেস্ট করাতে চাইতেন তিনি। অভিযুক্তের ছেলে সাক্ষ্যও গ্রহণ করে আদালত। এছাড়া বিচারে প্রতিবেশি, তদন্তকারী কর্মকর্তারও সাক্ষ্য নেয়া হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights