মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-২ (মাদারীপুর সদর একাংশ ও রাজৈর উপজেলা) টানা ৭ বারের সংসদ সদস্য শাজাহান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক ও মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-২ আসনের টানা ৭বারের সংসদ সদস্য শাজাহান খান।
এসময় মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খানসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।