আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তাপদাহের জেরে দাবানলে আলজেরিয়ায় অন্তত ১৫ জনের মৃত্যু

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৫ জুলাই ২০২৩ @ ১০:৫৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৫ জুলাই ২০২৩@১০:৫৪ পূর্বাহ্ণ
তাপদাহের জেরে দাবানলে আলজেরিয়ায় অন্তত ১৫ জনের মৃত্যু

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

তীব্র তাপদাহে আলজেরিয়ার বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এসব দাবানলে অন্তত ১৫ জনের মৃত্যু এবং আরও ২৬ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, সোমবার আলজেরিয়ার উত্তরাঞ্চল থেকে অন্তত দেড় হাজার মানুষ সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বেনি কিমিলা অঞ্চলে ১০ সেনার মৃত্যুর খবরও দিয়েছে এপিএস। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মৃতের সংখ্যায় এসব সেনাও যুক্ত রয়েছে কিনা তা স্পষ্ট হওয়া যায়নি। সেনা ও বেসামরিক মৃত্যুর ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন।

দেশজুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্তণে কাজ করছেন সাড়ে সাত হাজার অগ্নিনির্বাপণ কর্মী। আকাশ থেকে পানি ফেলা ছাড়াও ৩৫০ ট্রাক ব্যবহার করছেন তারা। তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পাশাপাশি জোরালো বাতাসের কারণে আলজেরিয়ার অন্তত ৯৭ স্থানে দাবানল দেখা দিয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights