আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইউক্রেনে আবারো রাশিয়ার হামলা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৪ জুন ২০২৩ @ ১২:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুন ২০২৩@১২:১৮ অপরাহ্ণ
ইউক্রেনে আবারো রাশিয়ার হামলা
ছবি- ফাইল ছবি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেয়র বরিস ফিলাটোভ টেলিগ্রাম বার্তায় বলেছেন- রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রো নগরীর বেশ কয়েকটি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেন- বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কিয়েভের আকাশসীমায় ২০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন- ধ্বংসাবশেষ পড়ে একটি ২৪ তলা ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত দু’জন আহত হয়েছে।

এদিকে আঞ্চলিক গভর্নর ওলেগ সিনিগুবভ বলেন- ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে একটি গ্যাস পাইপলাইন বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এর আগে ইউক্রেনের বিমান বাহিনীও সুম এবং পোলতাভার উত্তরাঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানিয়েছিল।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights