আজ ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামে কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরণ

  • In কৃষি
  • পোস্ট টাইমঃ ২৮ নভেম্বর ২০২৩ @ ০৫:৪৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৩@০৫:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রামে কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরণ
ছবি- বিডিহেডলাইন্স

জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড জাতের এ বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী আয়োজনে উপজেলার ৩ হাজার ৬শ জন কৃষককে ২ কেজি করে বীজ প্রদান করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা সরকার।

এসময় বীজতলা তৈরি ও চারা রোপন সম্পর্কেও কৃষকদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১০ হাজার ২শ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। বিনামূল্যে সার, উচ্চ ফলনশীল বীজসহ কৃষি উপকরণ দেয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights