আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে বিএনপির ঝটিকা মিছিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ নভেম্বর ২০২৩ @ ১১:০০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@০৪:৫৮ অপরাহ্ণ
অবরোধের সমর্থনে কিশোরগঞ্জে বিএনপির ঝটিকা মিছিল
ছবি- বিডিহেডলাইন্স

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ সকালে কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছেন
নেতাকর্মীরা। এ সময় তারা সড়কের ওপরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বুধবার (২২ নভেম্বর) সকাল ৮ টায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করেন তারা।

জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন ও করিমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আশরাফ হোসেন পাভেলের তত্ত্বাবধানে এসব মিছিলে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ হিমু, গুণধর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মদ জাহিদ, করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হৃদয় হাসান বাবু প্রমুখ।

এদিকে ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। কর্মস্থলগামী লোকজনকে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করতে দেখা গেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights