আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ১৭

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৪ নভেম্বর ২০২৩ @ ০৩:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৩@০৩:০০ অপরাহ্ণ
সালথায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ১৭

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোকসান বেগম (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৭ জন রোগী।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

রোকসানা বেগম উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কুদ্দুস মিয়ার স্ত্রী।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে রোকসানা বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকাল ৫ টার দিকে মারা যান তিনি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৭ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights