আজ ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চিকনি চামেলি হতে চায় মাহিয়া মাহি

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৯ জুন ২০২৩ @ ০৯:৫০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুন ২০২৩@০৯:৫১ পূর্বাহ্ণ
চিকনি চামেলি হতে চায় মাহিয়া মাহি

।।বিনোদন ডেস্ক।।

মা হওয়ার পর অনেকটা মুটিয়ে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে শরীর থেকে মেদ ঝরিয়ে ‘চিকনি চামেলি’ হয়ে পর্দায় ফিরে আসতে চান এই অভিনেত্রী। আর এজন্য তাকে দু’মাস অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার প্রহর আর সইছে না অভিনেত্রীর। এমনটাই জানালেন মাহি নিজেই।

নিজের ফেসবুকে রবিবার লিখেছেন- ‘আহ্! আর ২ টা মাস কখন শেষ হবে? জিম করবো, ডায়েট করবো? আবার চিকনি চামেলি হয়ে ব্যাক করবো? নিজেই নিজের ট্রান্সফরমেশন দেখার অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, আপাতত চলচ্চিত্রে থেকে দূরে থাকা মাহিয়া মাহি গত মার্চে পুত্র সন্তানের মা হন। গত বছরের আগস্টে মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন তিনি নিজেই।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিনয়ের পাশাপাশি সংসার জীবন নিয়ে ব্যস্ত তিনি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights