জিল্লুর রহমান
ধুনট (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার ধুনটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। ২৩ জুন শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মুজিব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচি উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সঞ্চলনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।