আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আবারো বন্ধ হয়ে গেলো রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ১১:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@১১:৩৪ পূর্বাহ্ণ
আবারো বন্ধ হয়ে গেলো রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

।।নিজেস্ব প্রতিবেদক।।

কারিগরি ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। রোববার (১৬জুলাই) দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎকেন্দ্রটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে কথা বলার জন্য দায়িত্বশীল কর্মকর্তা ওয়াজেদ আলী সরদারকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এর আগে একই কারণে গত ৩০ জুন রাত ৮টা ৪৬ মিনিটে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছিল। এরপর ত্রুটি সারিয়ে গত ১০ জুলাই সন্ধ্যা ৭টায় পুনরায় উৎপাদন শুরু করা হয়।l

ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের। দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বিভিন্ন সময় কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয় প্রথম ইউনিটের উৎপাদন।

এছাড়া দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে নিয়মিত ৬৬০ মেগাওয়াট বিদ্যু জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে আবারো বন্ধ হয়ে গেলো সেটা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights