আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে প্রথম সভা মঙ্গলবার

  • In শিক্ষা
  • পোস্ট টাইমঃ ২২ মে ২০২৩ @ ০১:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মে ২০২৩@০১:৩০ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে প্রথম সভা মঙ্গলবার

বিডিহেডলাইন্স ডেস্ক :

আবার শুরু হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম। নতুন করে যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তকরণে গঠণ করা হয়েছে ১০সদস্যের প্রতিষ্ঠান বাছাই কমিটি। মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) কমিটির প্রথম সভা বসবে মঙ্গলবার (২৩মে)। রোববার (২১মে) এই সংক্রান্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে।

উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত করা হবে।
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সামঞ্জস্য বিধানে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে আগামী মঙ্গলবার (২৩মে) সকাল সাড়ে ১০টায় সভা ডাকা হয়েছে। এ সভায় কমিটির সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

জানা যায়, অর্থ মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে এ খাতের বরাদ্দ দিয়ে নতুন করে সাধারণ স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা এমপিওভুক্ত করা হবে। গত ৬এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ লক্ষ্যে ১০সদস্যের একটি বাছাইকরণ কমিটিও গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ এ কমিটির আহ্বায়ক। অন্য সদস্যরা হলো- বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার যুগ্ম-সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম-সচিব, একই শাখার উপ-সচিব, বাজেট শাখার উপ-সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক কলেজ ও প্রশাসন, ব্যানবেইসের সিস্টেম অ্যানালিস্ট ও সদস্য সচিব হিসেবে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব বেসরকারি (মাধ্যমিক-৩) বিদ্যালয় শাখা।
এছাড়া টেকনিক্যাল সাপোর্টের জন্য ব্যানবেইস, মাউশি, ঢাকা শিক্ষা বোর্ডের চারজন সিস্টেম অ্যানালিস্টকে নিয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। তাতে নতুন করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সুযোগ পাবে বলে জানা যায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights