আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হিরো আলমের বিরুদ্ধে জিডি

  • In আইন ও অপরাধ, বিনোদন
  • পোস্ট টাইমঃ ১১ জুন ২০২৩ @ ০৫:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুন ২০২৩@০৫:৩৩ অপরাহ্ণ
হিরো আলমের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের পেইজ ব্যবহার করে গালাগালির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রিয়া চৌধুরী নামের এক নায়িকা এই অভিযোগ তুলেছেন। তিনি শুক্রবার ডিএমপির বাড্ডা থানায় এই জিডি করেন। জিডি নম্বর ৬৪৪।

জিডিতে রিয়া অভিযোগ করেন, গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেইজ ‘হিরো আলম বগুড়া’ থেকে তার তার সহযোগী রিয়া মনি (২৭) নামের একটি মেয়ে অশ্লীল গালাগালি করেছে। এতে হিরো আলমের ইন্ধন আছে। যার কারনে আমি সামাজিক ভাবে মানহানি ও আমার মর্যাদা ক্ষুন্ন হয়েছে । এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাদত বিষয়টি সাধারাণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।

এ দিকে থানায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার পেইজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয় নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করার হয়েছে। আর পেইজ তো আমি চালাই না পেজের এডমিনরা চালায়। ‌ সে প্রমাণ দেখ যে আমি তাকে গালিগালাজ করেছি। আর এছাড়া জিডি কোন ফ্যাক্টর নাকি।

বিপ্র/কেএইচ/১১০৬২৩/১৭:৩২

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights