আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাস ৩০ ফুট দূরে ট্রেনের ধাক্কায়

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২২ মার্চ ২০২৩ @ ০৫:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ মে ২০২৩@০২:৪৫ অপরাহ্ণ
বাস ৩০ ফুট দূরে ট্রেনের ধাক্কায়

রাজধানীর মালিবাগ লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন সোহাগ পরিবহনকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। পুলিশ বলছে, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তবে রেললাইনে বাস ও ট্রেন উভয় থেমে আছে। পাশের রেল লাইনও বন্ধ আছে প্রাথমিকভাবে।
বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে শাহজাহানপুর থানার (ওসি) মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মালিবাগ লেভেলক্রসিং অতিক্রম করার সময় সোহাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে যায়। তবে এখনো রেল লাইনের উপরে বাস ও ট্রেনটি থেমে আছে। পাশের রেললাইনেও ট্রেন চলাচল বন্ধ আছে আপাতত।

এদিকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিডি হেডলাইন্সকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি মালিবাগ লেভেলক্রসিং এলাকায় একটু দুর্ঘটনায় পতিত হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights