আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

নির্বাচন কমিশনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৭ আগস্ট ২০২৩ @ ১২:৪২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@১২:৪২ অপরাহ্ণ
নির্বাচন কমিশনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

।।নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টা নাগাদ সারাহ কুক ইসিতে যান। গত এপ্রিলের শেষে দ্বায়িত্ব নেয়ার পর এটিই সিইসির সঙ্গে সারাহ কুকের প্রথম সাক্ষাৎ। এসময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসির দপ্তর সূত্রে জানা গেছে, তেমন কোনো বিষয় নয়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ মাত্র। ব্রিটিশ বাংলাদেশে নিযুক্ত হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিধায় সারাহ কুক এসেছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সন্নিকটে, তাই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েও কিছু আলোচনা হতে পারে বলে সুত্র জানায়।

নির্বাচনকে সামনে রেখে এর আগে সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights