আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শোকাবহ মাস আগষ্টের ১ তারিখ হতে ব্যাংক কর্মকর্তাদের কালো ব্যাজ পরার নির্দেশ

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০৮:২৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০৮:২৯ অপরাহ্ণ
শোকাবহ মাস আগষ্টের ১ তারিখ হতে ব্যাংক কর্মকর্তাদের কালো ব্যাজ পরার নির্দেশ

।।নিজস্ব প্রতিবেদক।।

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে ব্যাংকগুলোতে কী কী ধরনের কর্মসূচি নিতে হবে, তা নির্ধারণ করে ৯টি নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২৩’ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হলো। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট ব্যাংক ভবনগুলোয় (নিজস্ব/ভাড়া) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, ব্যাংক ভবনগুলোয় (নিজস্ব/ভাড়া) জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ব্যানার বা ফেস্টুন স্থাপন ও ১৫ আগস্টে শ্রদ্ধা নিবেদন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তের পর গুরুত্বসহকারে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ছাড়া এই দিবস উপলক্ষে ব্যাংকের সক্ষমতা বিবেচনা করে অসহায় ও দরিদ্রদের মধ্যে মানবিক সহায়তা বা খাদ্য সহায়তাসামগ্রী প্রদান করতে হবে। ব্যাংকের নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠাতে হবে। ব্যাংকের নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বা ভাষণ প্রদর্শন করতে হবে। আয়োজিত সব অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে, তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights