আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুস্থ থাকতে রমজানের স্বাস্থ্য টিপস।।

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২২ মার্চ ২০২৩ @ ০৬:১৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মার্চ ২০২৩@০৬:৩৬ পূর্বাহ্ণ
সুস্থ থাকতে রমজানের স্বাস্থ্য টিপস।।

সুস্থ থাকতে খাদ্য তালিকায় যা রাখতে পারেনঃ
• ইফতার বা সেহেরীতে সাধারণ সময়ের চেয়ে অনেকে বেশি খেয়ে থাকেন, স্বাভাবিক পরিমাণে খাওয়াটাই উত্তম।
• প্রচুর পরিমাণে পানি খেতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত।
• বাজার এখন বিভিন্ন মৌসুমী ফলে ভরপুর। যত বেশী সম্ভব আমরা ফল খেতে পারি। ফল একদিকে শরীরের পানির চাহিদা মেটাবে, অন্যদিকে এর প্রয়োজনীয় অনেক পুষ্টিগুনও রয়েছে।
• উচ্চ প্রোটিনযুক্ত খাবার বেশী পরিমানে গ্রহণ করা ভালো।
• প্রতিদিন স্বল্প পরিমাণে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাদ্য তালিকা রাখা দরকার।
• এ সময় বেশী বেশী পটাসিয়ামযুক্ত খাবার গ্রহণ দেহের জন্য অপরিহার্য।
• দুধ স্বাস্থ্যের জন্য অত্যাধিক উপকারী। দুধে অ্যালার্জি বা হজমের সমস্যা না হলে প্রতিদিন পরিমিত পরিমাণে পান করা যেতে পারে।
• ফাইবার বা আঁশ জাতীয় খাবার যেমন ইসবগুল, তকমা, সালাদ এ সময়টাতে বেশি বেশি গ্রহণ করা দরকার।
• বাড়িতে তৈরি তরমুজ, বেল, পেপের শরবত খাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
রমজানে প্রতিদিনের খাবারের তালিকা পরিবর্তনের প্রয়োজন নেই, তবে পানি বেশি করে খাওয়া উচিত। – রাতে ও সেহরির সময় বেশি করে পানি, ভাত, শাক-সবজি, ডাল, ডিম, মাছ, মাংস, একটু ঝোল করে খেতে পারেন তবে বেশী মসলা তরকারি খাওয়া উচিত না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights