আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

মিশর গাজা থেকে ‘প্রায় ৭ হাজার’ বিদেশী নাগরিককে সরিয়ে নিতে সাহায্য করবে বলে জানিয়েছে

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২ নভেম্বর ২০২৩ @ ০৪:৪০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ নভেম্বর ২০২৩@০৪:৪০ অপরাহ্ণ
মিশর গাজা থেকে ‘প্রায় ৭ হাজার’ বিদেশী নাগরিককে সরিয়ে নিতে সাহায্য করবে বলে জানিয়েছে

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

মিশর যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে “প্রায় ৭,০০০” বিদেশী এবং দ্বৈত নাগরিককে সরিয়ে নিতে সহায়তা করবে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে কয়েক সপ্তাহের মারাত্মক লড়াইয়ের পর প্রথমবারের মতো, গাজা থেকে লোকজনকে বের করে দেওয়ার জন্য বুধবার রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে।

বিদেশী কূটনীতিকদের সাথে এক বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল খাইরাত বলেন, মিশর “রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে বিদেশী নাগরিকদের অভ্যর্থনা ও সরিয়ে নেওয়ার সুবিধার্থে” প্রস্তুতি নিচ্ছে।

খাইরাত বলেছেন যে “প্রায় ৭,০০০” লোক জড়িত, “৬০ টিরও বেশি” জাতীয়তার প্রতিনিধিত্ব করে।

বিবৃতিতে মিশরীয় উচ্ছেদ পরিকল্পনার জন্য সুনির্দিষ্ট বিবরণ বা একটি সময়রেখা দেওয়া হয়নি।

মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ৭৬ জন আহত ফিলিস্তিনি এবং ৩৩৫ জন বিদেশী পাসপোর্টধারী মিশরে প্রবেশ করেছে।

যারা অতিক্রম করেছে তাদের মধ্যে ৩১ জন অস্ট্রিয়ান, চারজন ইতালীয়, পাঁচজন ফরাসি নাগরিক এবং কিছু জার্মান নাগরিক রয়েছে, তাদের সরকার জানিয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights