আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ০৫:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@০৫:১৯ অপরাহ্ণ
জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব

।।কূটনৈতিক প্রতিবেদক।।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে বৃহস্পতিবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ এর আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ছুটিতে থাকায় তার পক্ষে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েট তলবে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন সাংবাদিকদের বৃহস্পতিবার রাতে বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডে‌কে‌ছিলাম। ত‌বে দুর্ভাগ‌্যবশত উ‌নি না থাকায় ভারপ্রাপ্ত প্রধান আসেন। আমরা তাকে ব‌লে‌ছি, ঢাকায় এক‌টি দুর্ঘটনা ঘ‌টে‌ছে, কারা ক‌রে‌ছে আমরা জা‌নি না। এখা‌নে লোক তো মারাও যায়নি। ত‌বে ক‌য়েক জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়েছি, জা‌তিসং‌ঘের নাম ব‌্যবহার ক‌রে টুইট বার্তা দি‌তে পা‌রে। এটা কোড অফ কনডাক্ট (কূট‌নৈ‌তিক শিষ্টাচার) আছে কিনা, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি।

এর আগে গত মঙ্গলবার সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস টুইট বার্তায় বলেন, সহিংসতা ছাড়া নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

এরপর গত বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বুধবার ‘হিরো আলমের সাথে উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতি’ শীর্ষক এক বার্তায় জানায়, আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে ঢাকায় অবস্থিত কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন এর দূতাবাস ও হাইকমিশনসমূহ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights