আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে কৃষক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ জুন ২০২৩ @ ০৫:৫১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুন ২০২৩@০৫:৫৪ অপরাহ্ণ
গোমস্তাপুরে কৃষক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

।।চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২০২৩অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরুস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (৪জুন) দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ, রাজশাহী অঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আতিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শামীম ইকবাল,

তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ মাসুদ আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) চাঁপাইনবাবগঞ্জ মোসাঃ রহিমা খাতুন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বুলবুল আহমেদ, ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী ও গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার প্রমূখ।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর তিন উপজেলার প্রায় শতাধিক সফল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকারী কৃষক-কৃষাণী অংশ নেন। এতে সফল তেল জাতীয় ফসলের উৎপাদন কারী কৃষক ও কৃষাণী মধ্যে থেকে ৫জনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত করা হয়।

এসআর/তারিখ:০৪০৬২৩/১৭:৫৪

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights