আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমিরহাটে ‘আরএইচআরএন’-২ এর কিশোর-কিশোরী গ্রুপের আলোচনা অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ জুলাই ২০২৩ @ ০১:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ জুলাই ২০২৩@০১:৫৫ অপরাহ্ণ
লালমিরহাটে ‘আরএইচআরএন’-২ এর কিশোর-কিশোরী গ্রুপের আলোচনা অনুষ্ঠিত
ছবি- বিডিহেডলাইন্স

।।স্টাফ রিপোটার।।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচির উদ্যোগে পরিচালিত রাইট হিয়ার রাইট নাউ-২ (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় লালমনিরহাটে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে ১ নং গ্রুপের আলোচনা অনুষ্ঠিত হয়।

আজ ২০ জুলাই সকালে সাাধারন পাঠাগার হলরুমে মতবিনিময়, সাংস্কৃতিক কার্যক্রম ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে গঠিত কিশোর কিশোরী গ্রুপ এর করণীয় সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন আরএইচআরএন ২ এর ডিওয়াইএম দিপাঙ্কর রায়।

ছবি- বিডিহেডলাইন্স

ইয়্যুথ আলোচনায় লক্ষ্য উদ্দেশ্য বিষয়ে আলোচনা করেন ১নং গ্রুপ লিডার শিব সুন্দর বর্মন ও অর্পিতা দেব। যুব নেতৃত্বের গুণাবলী, যুবদের দক্ষতা উন্নয়নে করনীয় বিষয়ে আলোচনা করেন এলামনাই গ্রুপ লিডার শহিদ ইসলাম সুজন। আরএইচআরএন প্রকল্পে গুরুত্ব নিয়ে আলোচনা করেন ১নং গ্রুপ সদস্য জামাল হোসেন।

ছবি- বিডিহেডলাইন্স

এসময় ১নং গ্রুপ সদস্য নওশীন নাহার অবন্তী, নিরাময় কুমার, শাকিলসহ বিভিন্ন ২৫ জন সদস্য অংশগ্রহন করেন। নওশীন নাহার অবন্তী ‘বিডিহেডলাইন্স’কে বলেন- আজকের অনুষ্ঠানে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights