আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফোনে তথ্য চুরি: এখুনি অপশনটি অফ করুন

  • In তথ্যপ্রযুক্তি
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ০৭:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@০৭:১২ অপরাহ্ণ
ফোনে তথ্য চুরি: এখুনি অপশনটি অফ করুন

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

স্মার্টফোন থেকে প্রতিনিয়ত বিভিন্নভাবে তথ্য চুরি করছে হ্যাকাররা। সম্প্রতি রিয়েলমি ফোনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থাটি ব্যবহারকারীদের ফোনের ব্যক্তিগত ছবি, তথ্য, ব্যাংকের ডিটেলস, একাধিক পাসওয়ার্ড চুরি করে গোপনে চীনে পাঠিয়ে দিচ্ছে।

ফোনের তথ্য চুরি ঠেকাতে ফোনের সেটিংস অপশনে কিছু পরিবর্তন আনুন। আপনার ফোন যদি রিয়েলমি, অপো বা ওয়ানপ্লাস হয় তাহলে এই অপশন খুব সহজে খুঁজে পাবেন। তবে অন্য অনেক ফোনেই ‘এনহ্যান্সড ইন্টেলিজেন্ট সার্ভিস’ নামেরটি অপশন পেতে পারেন। এটি টার্ন অফ করে দিন।

চলুন দেখে নেওয়া যাক অপশনটি কীভাবে টার্ন অফ করবেন, কারণ এটি বাই-ডিফল্ট টার্ন অন করা থাকে ফোনে।

> এজন্য প্রথমে আপনাকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।

> এখানে পাবেন ‘অ্যাডিশনাল সেটিংস’ অপশন।

> সেখানে গিয়ে ‘সিস্টেম সেটিংস’ অপশনটি বেছে নিন।

> ‘এনহ্যান্সড সিস্টেম সার্ভিস’ অপশন আনচেক করুন।

> এরপর আপনার ফোনটি রিস্টার্ট করুন।

হয়ে গেছে। আর ভয় নেই তথ্য চুরি হওয়ার। এবার নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার মূল্যবান ফোন ও ডাটা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights