আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে হিলিতে লিফলেট বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০৭:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০৭:৫৪ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে  হিলিতে লিফলেট বিতরণ
ছবি- বিডিহেডলাইন্স

রফিক প্লাবন
দিনাজপুর প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় দিনাজপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন জায়গায় মশক নিধন স্প্রে করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার সামনে পথচারী, দোকানী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণের উদ্বোধন করছেন পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।

মেয়র জামিল হোসেন চলন্ত জানান, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মশক নিধনে স্প্রে করার কাজ শুরু করা হয়েছে। সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান তিনি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস জানান, গত ৮ জুলাই শনিবার একজন পুরুষ ও একজন মহিলা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের রক্ত পরীক্ষা করে জানা যায় তাদের শরীরে ডেঙ্গু রোগের জীবাণু রয়েছে। তাদের মধ্যে পুরুষ রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থা ভালো।

এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, কাউন্সিলর অলক কুমার বসাক মিন্টু, রফিকুল ইসলাম (কেবলা), শামীম সরদার, ফারুক হোসেন, রতন চন্দ্র, খোকন মিয়া, মহিলা কাউন্সিলর সেতু আরা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবলীগ নেতা মার্শাল ও ছাত্রলীগ নেতা মোস্তকিম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights