আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

২৪ জুলাই ঢাকায় আসছেন ইইউ’র বিশেষ প্রতিনিধি দল

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ০৭:০৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@০৭:০৮ অপরাহ্ণ
২৪ জুলাই ঢাকায় আসছেন ইইউ’র বিশেষ প্রতিনিধি দল

।।কুটনৈতিক প্রতিবেদক।।

মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে আগামী ২৪ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ইইউর এই বিশেষ প্রতিনিধি মানবাধিকার ইস্যুতে সরকার ও বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামী ২৪ জুলাই ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এ সফরের সময় কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি ঢাকা ও টোকিওর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী ২৩-২৪ জুলাই বাংলাদেশ সফর করবেন। জাপানি মন্ত্রী নিশিমুরা আগামী ২৩ জুলাই ঢাকায় বাংলাদেশ-জাপান ট্রেড সামিটে যোগ দেবেন। তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সফরকালে তার উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মেট্রোরেল ভ্রমণের কথা রয়েছে। নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিলে জাপান সফর করেন। সেসময় দুই প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) সম্ভাবনা নিয়ে জয়েন্ট স্টাডি গ্রুপের প্রথম বৈঠক সফলভাবে আয়োজনের জন্য স্বাগত জানান এবং এর ধারাবাহিক অগ্রগতি আশা করেন। জাপানি মন্ত্রীর সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রস্তাবিত ইপিএ সইয়ের বিষয়ে একটি যৌথ গবেষণার ফল নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights