আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মারা গেছেন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ১১:০০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@১১:০০ পূর্বাহ্ণ
মারা গেছেন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের কেরালা রাজ্যের দুইবারের মুখ্যমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা ওমেন চান্দি মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুতে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। তার বয়স হয়েছিল ৭৯ বছর। এক ফেসবুক পোস্টে বাবার মৃত্যু সংবাদ ঘোষণা করেন সাবেক এই মুখ্যমন্ত্রীর ছেলে চান্দি ওমেন।

কেরালায় মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সাবেক এই মুখ্যমন্ত্রীর মৃত্যুতে দুই দিনের শোক ঘোষণা করা হয়েছে।

কংগ্রেস সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ক্যান্সার চিকিৎসা চলার সময়ে ভোর ৪.২৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্দির। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তবে চিকিৎসার জন্য তিনি বেঙ্গালুরুতেই ছিলেন।

২০০৪-০৬ এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই মেয়াদে মোট সাত বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ওমেন চান্দি। এছাড়াও তিনি বিভিন্ন সরকারে শ্রম, আবাসন এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এমনকি কেরালা অ্যাসেম্বলিতে তিনি বিরোধী দলনেতার দায়িত্বও সামলেছেন।

৫০ বছরের বেশি সময় ধরে পুথুপাল্লি আসন থেকে এমএলএ নির্বাচিত হয়েছেন ওমেন চান্দি। এটাই সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্বে থাকার রেকর্ড।

সাবেক মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই ভিজায়ান, অ্যাসেম্বলি স্পিকার এ এন শমসের, বিরোধী দলনেতা ভি ডি সতিসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights