আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বেরোবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা- আটক ২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ নভেম্বর ২০২৩ @ ১১:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩@১১:১৬ অপরাহ্ণ
বেরোবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা- আটক ২
ছবি- বিডিহেডলাইন্স

।।রংপুর মহানগর প্রতিবেদক।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক শিক্ষার্থীকে অপহরণ করতে এসে অপহরণের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন নোবেল আহমেদ ও মইনুল ইসলাম। নোবেল নগরীর তাজহাট থানার আদর্শপাড়ার সোহরাব হোসেনের ছেলে এবং মঈনুল সাতমাথার মতিউর রহমানের ছেলে।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে রংপুর ক্যাডেট কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মার্কশীট তুলার জন্য বাস কাউন্টারে গিয়ে ছিলাম। হরতালের কারণে গাড়ি না পেয়ে মেসে ফিরে আসার সময় দুই যুবক ডেকে জোর করে তুলার চেষ্টা করেছিল। দুই যুবক সহ ওরা ৫ জন ছিল। তখন কোনো উপায় না পেয়ে আমি আমার বন্ধুকে ফোন করি। সেখানে থাকা এক রিক্সা চালকের সহয়তায় অপহরণকারী দুইজনকে বিশ্ববিদ্যালয় গেটের সামনে নিয়ে আসি। বাকি ৩ জন পালিয়ে যায়। সেই সময় আমার বন্ধুরা সহ বিশ্ববিদ্যালয় সিনিয়রা মিলে তাদের ধরে পুলিশ ফাঁড়িতে যাই।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি জানায়, আটককৃত ছেলেরা নেশাগ্রস্ত ছিল। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights