।।স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী পাড়াপাড়ের সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হওয়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।তারা হলেন, শফিকুল ইসলাম ও ফজলুল হক। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন নিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকাডুবির প্রায় ৫ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার ভাটিতে শফিকুল ইসলাম এবং সন্ধ্যা ৭ টার দিকে ভাটির ২ কিলোমিটার দূরে ফজলুল হকের মরদেহ উদ্ধার করা হয়। আজকের জন্য নিখোঁজ অপর ব্যক্তি উদ্ধারের অভিযান সমাপ্ত করা হয়েছে। আগামীকাল আবারও উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনি গ্রামের তিস্তা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজ অন্য ব্যক্তি হলেন, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০)। নৌকাডুবির ঘটনায় তিস্তাপারে শোকের ছায়া নেমে এসেছে। তিন পরিবারের কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।