আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধূমপায়ীদের থামাতে তাকিয়ে থাকুন: হংকংয়ের স্বাস্থ্য প্রধান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ১০:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@১০:৩৪ পূর্বাহ্ণ
ধূমপায়ীদের থামাতে তাকিয়ে থাকুন: হংকংয়ের স্বাস্থ্য প্রধান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ধূমপায়ীদের নিরুৎসাহিত করতে তাদের দিকে তাকিয়ে থাকতে হংকংয়ের বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন শহরটির স্বাস্থ্য সচিব। তার পরামর্শ নিষিদ্ধ এলাকায় কেউ ধূমপান করলেই তার দিকে তাকিয়ে থাকুন। ধূমপানমুক্ত নগর গড়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে লো চুং-মাউ আরও বলেন, ধূমপায়ীদের ধরায় পুলিশ আাশা করছেন না তিনি।

তামাকবিরোধী পদক্ষেপ জোরালো করা নিয়ে হংকংয়ে বিতর্ক চলছে। বর্তমান নিয়মে রেস্টুরেন্ট, কর্মস্থল, বেশ কিছু প্রকাশ্য এলাকায় ধূমপান নিষিদ্ধ রয়েছে। এক আলোচনা উদ্বোধনের পর আইনপ্রণেতাদের উদ্দেশ্যে অধ্যাপক লো বলেন, ধূমপান কমাতে জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধূমপায়ীদের ধরতে পুলিশের হস্তক্ষেপ আশা করা চ্যালেঞ্জিং বলে জানান তিনি।

পেশায় অধ্যাপক লো বলেন, ধূমপান সকলের জন্যই খারাপ। তিনি বলেন হংকংয়ের সমাজে এমন এক সংস্কৃতির প্রয়োজন যেখানে মানুষ আইন মেনে চলতে ইচ্ছুক। তিনি আরও বলেন, যখন কোনো সাধারণ মানুষ কোনো ধূমপায়ীকে ধূমপানমুক্ত এলাকায় ধূমপান করতে দেখবেন, তাৎক্ষনিকভাবে আইনপ্রয়োগকারী কোনো কর্মকর্তাকে আশেপাশে না পেলেও, আমরা ধূমপায়ীদের দিকে তাকিয়ে থাকতে পারি।

এতে আইন প্রয়োগে উন্নতি হবে বলে আলোচনায় জানান অধ্যাপক লো। বর্তমানে হংকংয়ে ধূমপানের আইন ভাঙলে দেড় হাজার হংকং ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। তিনি আরও বলেন, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছাবে ততক্ষণে হয়তো অপরাধ থেমে গেছে আর সেকারণে তারা হয়তো পদক্ষেপ নিতে পারবে না।

হংকং সরকার ধূমপান কমাতে নতুন যেসব নিয়ম করতে যাচ্ছে তার মধ্যে রয়েছে নির্দিষ্ট একটি বছরের পর জন্ম নেয়া মানুষের কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা এবং সিগারেটের প্যাকেটের ওপর শুল্ক অতিরিক্ত পরিমাণ বাড়িয়ে দেয়া।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights