আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বন্যাদুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ১২:৩৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@১২:৩৯ পূর্বাহ্ণ
বন্যাদুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ

।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে মানুষের বসত বাড়ি ও ফসলের জমি। পানি বন্দি রয়েছে লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে জেলার তিস্তা ও ধরলার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রাত থেকে হু হু করে উজান থেকে পানি আসতে থাকায় নদীর দুইপাড়ের মানুষের দুর্দশা বেড়েছে। এসব অঞ্চলের মানুষের জন্য পানীয় জল ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।

আজ বিকেলে ১৪-০৭-২০২৩ ইং পানি বন্দি মানুষের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখতে যান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্ল্যাহ। এসময় তিনি খুনিয়াগাছ ইউনিয়নের পানি বন্দি বন্যাদুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন ও বন্যার্তদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন- লালমনিরহাট জেলা প্রশাসন সর্বদাই আপনাদের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights