আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সার্কের নতুন মহাসচিব হলেন নোয়াখালীর সন্তান গোলাম সারোয়ার

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ১২:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@১২:২৫ অপরাহ্ণ
সার্কের নতুন মহাসচিব হলেন নোয়াখালীর সন্তান গোলাম সারোয়ার

।।নিজস্ব প্রতিবেদক।।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোঃ গোলাম সারওয়ারকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোঃ গোলাম সারোয়ার আঞ্চলিক সংস্থাটির এই পদে তৃতীয় বাংলাদেশি মহাসচিব নিযুক্ত হলেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (ফরেন অ্যাফেয়ার্স)-এর ১০তম ব্যাচের একজন কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন সারওয়ার। ১৯৯১ সালে চাকরিতে যোগদানের পর তিনি দেশ-বিদেশে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মালয়েশিয়ায় নিয়োগের আগে তিনি ওমান ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবন রয়েছে।

নোয়াখালীর বাসিন্দা রাষ্ট্রদূত সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর অধীনে একটি শীর্ষ স্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং ম্যানেজমেন্ট কনসালটেন্ট ফার্মের সঙ্গে একটি আর্টিকেল স্টুডেন্টশিপ সম্পন্ন করেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights