আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আগুনের ভিতরে অক্ষত পবিত্র কুরআন শরীফ

  • In বিশেষ সংবাদ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুলাই ২০২৩ @ ০২:০৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুলাই ২০২৩@০২:১৮ পূর্বাহ্ণ
আগুনের ভিতরে অক্ষত পবিত্র কুরআন শরীফ
ছবি- বিডিহেডলাইন্স

জে এইচ জনি
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের আলোরূপা মোড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আজ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আলোরূপা মোড়ের এক দোকান থেকে অগ্নিপাতের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অবাক করা বিষয় হলেও সত্য যে, একটি দোকানের ভেতর অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ। দোকানের সবকিছু পুড়ে গেলেও কোন ক্ষয়ক্ষতি হয়নি পবিত্র কুরআন শরীফের। জনমনে কৌতূহল, এত আগুনের মধ্যে কিভাবে কুরআন শরীফ অক্ষত রয়েছে।

ছবি- বিডিহেডলাইন্স

এ বিষয়ে কথা হয় লালমনিরহাট জেলা শহরের বড় মসজিদের ঈমাম সাহেবের সাথে। তিনি মুঠোফোনে জানান- এ রকম নজীর আমি আগেও দেখেছি। আসলে আল্লাহর কিতাব আল্লাহ’ই রক্ষা করুন।

তিনি বলেন- কুরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর কিতাব কাজেই দুনিয়ার কোন শক্তি কুরআনকে ধ্বংস করতে পারবে না। কুরআন সংরক্ষণের ব্যাপারে আল্লাহ কুরআনে নিশ্চয়তা দিয়েছেন। কাজেই কুরআন কোনভাবেই ধ্বংস বা বিকৃত হবে না। এই অর্থেও কুরআন আগুনে পুড়বে না।

অপরদিকে, আগুন লাগার পরপরই লালমনিহাট জেলা এবং আদিতমারী উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু একের পর এক দোকান এবং তার পিছনে বাসা বাড়ি থাকার কারণে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট এবং স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবুও এতে প্রায় ১০-১২টি দোকান ভস্মীভূত হয়ে যায়। জেনারেল স্টোর, মা মনি স্টোর, মামুন স্টোর, আর্ট স্কোপসহ কয়েকটি দোকান পুরো আগুনে পুড়ে যায় বলে জানা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights