আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হকের মৃত্যু

  • In আইন ও অপরাধ, জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৫ জুন ২০২৩ @ ০২:৫৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুন ২০২৩@০২:৫৮ অপরাহ্ণ
মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হকের মৃত্যু

।।নিজস্ব প্রতিনিধি।।

৭১এর মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মিয়া(৭৬) মারা গেছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিজামুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোঃ সোলায়মান প্রধান বলেন- সকালে নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে সকাল ৬টা ৮মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন- মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)এর ডেপুটি জেলার সুভাস চন্দ্র বালা বলেন- মানবতাবিরোধী অপরাধে কারাবন্দী নিজামুল হককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিজামুল হক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামের বাসিন্দা।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights