আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

জবি ছাত্রী খাদিজার জামিন প্রশ্নে শুনানি ৪ মাস মুলতবি

জবি ছাত্রী খাদিজার জামিন প্রশ্নে শুনানি ৪ মাস মুলতবি

।।নিজস্ব প্রতিবেদক।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন প্রশ্নে শুনানি চার মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এই মুলতবি আদেশ দেয়। আদালতে খাদিজার পক্ষে ছিলেন আইনজীবী বিএম ইলিয়াস কচি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়। রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক এই মামলা করে পুলিশ। মামলা দুটির একটির বাদী নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এবং অন্যটির বাদী কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। ২০২২ সালের মে মাসে পুলিশ এই দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়।

পুলিশের অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন তিনি। বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে আবেদন করেন। এরপর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দেয়। এ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠলে সোমবার (১০ জুলাই) মুলতবি আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights