আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জার্মান উৎসবে সংঘর্ষে ২৬ পুলিশ আহত

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৯ জুলাই ২০২৩ @ ১১:০০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুলাই ২০২৩@১১:০০ পূর্বাহ্ণ
জার্মান উৎসবে সংঘর্ষে ২৬ পুলিশ আহত

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

জার্মানির মধ্যাঞ্চলীয় শহর জিয়েসেনে এক ইরিত্রিয়ান সাংস্কৃতিক উৎসবের ভিড় পরিষ্কার করতে গিয়ে লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ। জিয়েসেনে এই উৎসব চলায় ক্ষুব্ধ ছিলেন বিক্ষোভকারীরা। তারা বলছেন এটা ইরিত্রিয়ার কর্তৃত্ববাদী শাসকদের প্রচারণার উৎসব।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার কয়েক ঘণ্ট ধরে চলা এই সংঘর্ষে ২৬ পুলিশ সদস্য আহত হয়েছে। প্রায় শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শহরের মধ্যাঞ্চলে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করে। এছাড়া কয়েটি গাড়িও ভাঙচুর করা হয়। উৎসব কেন্দ্রের চারপাশের বেড়াও ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এমনকি উৎসবে অংশগ্রহণকারীদের বহনকারী বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয়।

টুইটারে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের ভিড় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েছে। গত বছর একই ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়লে শহর কর্তৃপক্ষ উৎসবের আয়োজন বাতিলের চেষ্টা করে। তবে স্থানীয় একটি আদালত ওই নিষেধাজ্ঞা পাল্টে দেয়।

জিয়েসেনে প্রায় ৮৪ হাজার বাসিন্দা বসবাস করেন। ফ্রাঙ্কফুর্ট আম মাইন থেকে শহরটি প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

উৎসবটির আয়োজক জার্মানির সেন্ট্রাল কাউন্সিল ফর ইরিত্রিয়ানস। সংগঠনটি ইরিত্রিয়ান দূতাবাস ঘনিষ্ঠ বলে মনে করা হয়। গত কয়েক বছরে বহু ইরিত্রিয়ান নাগরিককে আশ্রয় দিয়েছে জার্মানি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights