।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বাংলাদেশ রেলওয়েকে ২০টি ভারতীয় ডব্লিউডিএম-৩ডি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) উপহার দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২৩মে) বিকেল ৪টায় বাংলাদেশ রেলওয়ে ভবনে লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এসময় দু’দেশের মন্ত্রী বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উত্তরোত্তর বাড়বে বলে আশা ব্যক্ত করেন। রেলওয়ের লোকোমোটিভ সংকট নিরসনে বাংলাদেশকে এসব লোকোমোটিভ হস্তান্তর করেছে প্রতিবেশী দেশ ভারত।
বাংলাদেশ ও ভারতের রেলমন্ত্রীর মধ্যে গত বছরের ১জুন নয়াদিল্লির রেলভবনে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ রেলওয়েকে ২০টি বিজি লোকোমোটিভ অনুদান হিসেবে দেওয়ার বিষয়ে অনুরোধ জানানো হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুদেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে ভারতীয় রেলওয়ে থেকে ২০টি বিজি লোকোমোটিভ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
ভারত সরকার গত বছরের ডিসেম্বর মাসেই লোকোমোটিভগুলো বুঝে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ রেলওয়েকে। কিন্তু প্রক্রিয়াগত কিছু বিষয়ের জটিলতায় এতদিন সেগুলো দেশে আসেনি। অবশেষে ২৩মে বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই ২০টি লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করলো ভারত। লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দর্শনা রেলস্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। গেদ রেলওয়ে স্টেশন থেকে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের রেলওয়ে কর্মকর্তারা। এতে উভয় দেশের বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হলো।।