আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

একাদশে নাঈম-ইবাদত: বোলিংয়ে বাংলাদেশ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ০২:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@০২:১৪ অপরাহ্ণ
একাদশে নাঈম-ইবাদত: বোলিংয়ে বাংলাদেশ

।।ক্রীড়া প্রতিবেদক।।

সিরিজ বাঁচানোর ম্যাচে টস ভাগ্য ফিরে এসেছে বাংলাদেশের পক্ষে। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তামিম ইকবাল অবসরে থাকায় একাদশে একটা বদল অবধারিত ছিল। কিন্তু বদল এসেছে দুটি।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সমন্বয় অবশ্য একই রকম। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। তামিমের জায়গায় লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নামবেন নাঈম শেখ। পেস আক্রমণে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল। সেই জায়গা থেকেই তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে রাখা হচ্ছে ইবাদত হোসেনকে। আফগানিস্তান অবশ্য একাদশে কোন বদল আনেনি। প্রথম ম্যাচের জয়ী একাদশ নিয়েই সিরিজ জেতার মিশনে নেমেছে তারা। গত বুধবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বাংলাদেশকে ডিএলএস মেথডে ১৭রানে হারায় আফগানিস্তান। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কখনো সিরিজ জিততে না পারা রশিদ খানদের সামনে ইতিহাসের হাতছানি।

প্রথম ম্যাচে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই তামিম ইকবাল খেলার পরদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন। পরে আরও নাটকীয়ভাবে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসরের সিদ্ধান্ত বদল করে ফেলেন। মাঠের বাইরের এসব বিতর্কে আড়ালে পড়ে যায় সিরিজের উত্তাপ। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন যদিও জানান তাদের সব মনযোগ আছে মাঠের ক্রিকেটে। প্রথম ম্যাচে করা ভুল শুধরে এই ম্যাচে জিতে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশে যারা থাকছে: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights