আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেবে যুক্তরাষ্ট্র

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৭ জুলাই ২০২৩ @ ১১:৫৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুলাই ২০২৩@১১:৫৩ পূর্বাহ্ণ
ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেবে যুক্তরাষ্ট্র

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ক্লাস্টার বোমার ব্যবহার বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তবে এরই মধ্যে কিয়েভকে এই বিতর্কিত অস্ত্রটি সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে নতুন যেসব সামরিক সামগ্রী সহায়তা দিতে যাচ্ছে তার মধ্যে রয়েছে ক্লাস্টার বোমা।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। এই বোমা আকাশে ভেঙে আরও ছোট ছোট বোমার আকার নেয়। আর সেগুলো আরও ব্যাপক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এসব ছোট টুকরা মাটিতে আঘাত করে বিস্ফোরিত হওয়ার জন্যই নকশা করা, তবে সবসময় তা ঘটে না। ফলে পরবর্তীতে বেসামরিক মৃত্যুর ঝুঁকি বাড়ে। অস্ত্রটি প্রথম ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ২০০৮ সালে ক্লাস্টার অস্ত্র প্রতিরোধ চুক্তি অনুযায়ী ১২০টি দেশে নিষিদ্ধ এই অস্ত্র। রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র সব দেশই এই চুক্তিতে সই করা থেকে বিরত থেকেছে।

কিয়েভকে ক্লাস্টার বোমা সরবরাহে হোয়াইট হাউসকে চাপ প্রয়োগ করতে মার্কিন কংগ্রেস সদস্যদের আহ্বান জানিয়েছে ইউক্রেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে শক্তি প্রতিরোধ ধরে রাখতে ইউক্রেনের জন্য কার্যকর হবে ক্লাস্টার বোমা।

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। শুক্রবার নাগাদ নতুন অস্ত্র সরবরাহের বিষয়ে ঘোষণা আসতে পারে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights