আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খুলনা মেডিকেলে ২৪ ঘন্টায় বাড়লো ১০ ডেঙ্গু রোগী

  • In সারাবাংলা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১১ জুলাই ২০২৩ @ ০৬:৫৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ জুলাই ২০২৩@০৮:৪৮ অপরাহ্ণ
খুলনা মেডিকেলে ২৪ ঘন্টায় বাড়লো ১০ ডেঙ্গু রোগী

।। খুলনা সিটি প্রতিনিধি।।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে মোট ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১০ জন ডেঙ্গু রোগী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার বিডিহেডলাইন্সকে – এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকাল ৪টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে।ডেঙ্গু রোগীরদের জন্য আলাদা আলাদা ওয়ার্ড করা আছে। সব মিলে এই হাসপাতালে বর্তমানে ২৩ জন ডেঙ্গু রোগী রয়েছে।

হাসপাতালে নূরজাহান (৫৬) নামের এক ডেঙ্গু রোগী জানান, গত চার দিন ধরে আমার জ্বর, ফার্মেসি থেকে ওষুধ সেবন করেছি তাতে কোন উপশম পাইনি। জ্বর ঘন্টায় ঘন্টায় আসা যাওয়া করে,জ্বর আসলে তাপমাত্রায় অনেক বেড়ে যায় এবং সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে এখন।গতকাল রাতে আমি হাসপাতালে ভর্তি হই।আমার বড় মেয়ে আমার দেখাশোনা করছে এবং ছোট মেয়ে ও ছেলে মাঝে মধ্যে আমার খোঁজখবর নিতে আসে।আমি এখন আগের থেকে অনেক সুস্থ আছি। এদিকে আরেক রোগী কয়রা থেকে আসা আকলিমা বেগম (২৮) জানান আমার জ্বর আসা যাওয়া করে, শরীরে ব্যথা অনুভব করার পাশাপাশি মাথা ব্যথা হয়।আমি গত শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছি।

ডাঃ সুভাষ রঞ্জন হালদার আরও জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৮০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় ৪ জন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights