আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

অভিবাসন ইস্যুতে ডাচ সরকারের পতন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ১১:২৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@১১:২৪ পূর্বাহ্ণ
অভিবাসন ইস্যুতে ডাচ সরকারের পতন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

অভিবাসী নিয়ন্ত্রণে এক চুক্তিতে পৌঁছানোর ব্যর্থতার জেরে শুক্রবার নেদারল্যান্ডস সরকারের পতন হয়েছে। এর ফলে আগামী শরতে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী নভেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নতুন সরকার আসা পর্যন্ত ক্ষমতাসীন জোট সরকারই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ চালিয়ে যাবে।

সংকটের শুরু প্রধানমন্ত্রী মার্ক রুটের রক্ষণশীল দল ভিভিডি পার্টির এক পদক্ষেপে। এই দলটি নেদারল্যান্ডসে আশ্রয় প্রার্থীদের ঢল সীমিত করার উদ্যোগ নেয়। তবে মার্ক রুটেরর চার দলের জোট সরকারের শরীক দুই দলই এই নীতি সমর্থন করেনি।

টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে মার্ক রুট বলেন, ‘এটা কোনো গোপন কিছু নয় যে, অভিবাসী নীতি নিয়ে জোট সহযোগীদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। আজ দুর্ভাগ্যজনকভাবে সেসব ভিন্নতা অবসান ঘটাতে হয়েছে যাতে সেগুলো আরও তিক্ত না হয়ে ওঠে। সেকারণে আমি পুরো মন্ত্রিসভার পদত্যাগপত্র রাজার কাছে হস্তান্তর করবো।’

ন্যাশনাল ইলেকশন কমিটির বরাতে বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, মধ্য নভেম্বরের আগে দেশটিতে নির্বাচন আয়োজন করা যাবে না। নেদারল্যান্ডসের তত্বাবধায়ক সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না। তবে প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এর কারণে ইউক্রেনের প্রতি নেদারল্যান্ডসের সমর্থনে কোনো প্রভাব পড়বে না।

ইউরোপের অন্যতম কঠিন অভিবাসন নীতি নেদারল্যান্ডসের। তবে ডানপন্থী দলগুলোর চাপে প্রধানমন্ত্রী মার্ক রুট গত কয়েক মাস ধরে অভিবাসী ঢল আরও সীমিত করার চেষ্টা করছেন।

নেদারল্যান্ডসে আশ্রয়ের আবেদন এক তৃতীয়াংশ বেড়ে গত বছর ৪৬ হাজার ছাড়িয়ে যায়। দেশটির সরকারের ধারণা এই বছর তা ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

৫৬ বছর বয়সী মার্ক রুট ডাচ ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় সরকারি নেতা। হাঙ্গেরির ভিক্টর অরবানের পর তিনিই ইউরোপী ইউনিয়নের নেতাদের মধ্যে সবচেয়ে বড়। আশা করা হচ্ছে পরবর্তী নির্বাচনেও তিনি ভিভিডি পার্টির নেতৃত্ব দেবেন। রুটের বর্তমান জোট সরকার ২০২২ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে। সেবার তিনি টানা চতুর্থবারের মতো প্রশাসনের নেতৃত্বে আসেন। ২০১০ সালের অক্টোবরে তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights