আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এক সপ্তাহে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেড়েছে তিনগুন

  • In সারাবাংলা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৮ জুলাই ২০২৩ @ ১২:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুলাই ২০২৩@১২:৩৪ পূর্বাহ্ণ
এক সপ্তাহে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেড়েছে তিনগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হচ্ছে। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও নগরায়নের ফলে এখন তা সারাদেশে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ৫৬ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এর মধ্যে গত এক সপ্তাহে রাজধানীতে ডেঙ্গু রোগীর প্রকোপ পৌনে দুই গুন বাড়লেও ঢাকায় বাইরের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে তিনগুন।

শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ১৮২ জন। আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন। এর আগের দিন বৃহস্পতিবার ডেঙ্গুতে দুইজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৬৬১ জন। এই নিয়ে চলতি মাসের সাতদিনে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। আর এই সময়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৯৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত এক সপ্তাহে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪২৮ জন। এর আগের সপ্তাহে ঢাকার বাইরে আক্রান্ত ছিলো ৪৫৫ জন। অর্থাৎ সপ্তাহের ব্যবধানের ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেড়েছে তিন গুন। আর এই সময়ে ঢাকার বাইরে রোগী বেড়েছে তিন গুন এই সময়ে ঢাকায় ডেঙ্গু রোগী বেড়েছে পৌনে দুই গুন।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কারণে ঝুঁকিও বাড়ছে। কারণ পানি জমছে ফলে মশার বংশবৃদ্ধি ঘরেও হচ্ছে বাইরেরও হচ্ছে। এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মশা যত বাড়বে ডেঙ্গুর প্রকোপও বাড়বে। আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট দুই হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ১৫৮ জন। আর অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬৩৭ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫৭ জন ভর্তি রয়েছেন। এর পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮১ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ১০৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬৪ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৫৫ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে ৫০ জন ভর্তি রয়েছেন। হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights