মোসলেম উদ্দিন রনি
স্টাফ রিপোর্টার।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে ৪টি মসজিদের মুসল্লিরা।
বুধবার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উপস্থিত মুসুল্লিরা জানান, ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করছি এবং আল্লাহর নামে পশু কোরবানি করে আসতেছি। এ বিষয়ে আরও অনেকে বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েক বছর ধরে আমরা কালীগঞ্জ উপজেলার কয়েকটি জামাত এভাবে – ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবেকদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসতেছি ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে উপজেলার ৪টি মসজিদের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল আজহা উদযাপন করেছে।