আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কাহালু পৌর এলাকায় ভূয়া ডাক্তারের ১ লক্ষ টাকা জরিমানা

কাহালু পৌর এলাকায় ভূয়া ডাক্তারের ১ লক্ষ টাকা জরিমানা
ছবি- বিডিহেডলাইন্স

।।কাহালু (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার কাহালু উপজেলা পৌরএলাকা চারমাথায় ষ্টার বিল্ডিংয়ে তৃতীয় তলায় বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে কাহালু উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু মুছা এ সময় ভূয়া ডাক্তার নাম ব্যবহারকারী কথিত ‘ডাঃ মনোয়ারা বেগম’কে রোগীসহ আটক করন। ডাক্তারের নাম ব্যবহার করে রোগীদের ভুল চিকিৎসা এবং প্রতারণার দায়ে মনোয়ারা বেগমকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তিনি ডাক্তার পরিচয়ে চেম্বারে বসে আর রোগী দেখবেন না ও চিকিৎসা করবেন না বলে- মনোয়ারা বেগম স্বীকারোক্তি প্রদান করেন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কাহালু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাশহুরুল আলম (জাকি), কাহালু থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেন ও কাহালু থানার পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু মুছা বলেন- আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো প্রকার প্রতারণা আমরা সহ্য করব না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা দায়িত্ব পালন করে যাব।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights