আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩০ জুন ২০২৩ @ ০৮:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ জুন ২০২৩@০৮:২৬ অপরাহ্ণ
তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ
ছবি- বিডিহেডলাইন্স

।।স্টাফ রিপোর্টার।।

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। গত ১৯জুন তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছিল। তারপর ২০জুন থেকে পানি কমতে শুরু করে স্বাভাবিক হলেও আজ আবার বেড়েছে। ফলে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০জুন) সকাল ৯ টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১২ সেন্টিমিটার। যা বিপদসীমার দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ হচ্ছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। ডিমলা উপজেলার তিস্তা নদীপাড়ের বেশ কয়েকটি এলাকায় পানি বাড়লেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তারা জানান- কয়েক সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়া-কমার মধ্যেই রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে আজ সকালে আবারও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১৯জুন তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছিল। তারপর ২০জুন থেকে পানি কমতে শুরু করে স্বাভাবিক হলেও আজ আবার বেড়েছে। তবে দুপুর থেকে কমতে পারে এমন পূর্বাভাস রয়েছে। পানি বাড়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights