আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈদে নিরাপত্তায় প্রস্তুত র‍্যাবের হেলিকপ্টার

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৮ জুন ২০২৩ @ ০২:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ জুন ২০২৩@০২:৩৭ অপরাহ্ণ
ঈদে নিরাপত্তায় প্রস্তুত র‍্যাবের হেলিকপ্টার

।।নিজস্ব প্রতিবেদক।।

ঈদে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে গোয়েন্দা নজরদারি ছাড়াও ঈদের নিরাপত্তায় র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বুধবার (২৮ জুন) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সারা দেশে র‍্যাব কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল পেট্রোল, চেক পোস্ট, সিসিটিভির মনিটরিংসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া ৩৬০ ডিগ্রি ক্যামেরার মাধ্যমে চারদিক পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত সড়ক, রেল ও নৌ পথে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি গাবতলীসহ ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের এভাবে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারীর সঙ্গে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা কাজ করবে। র‍্যাব প্রধান বলেন, প্রতি বছরের এবার কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজির তেমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

তিনি বলেন, অনলাইনের মাধ্যমে অপরাধীরা তৎপর রয়েছে। আমাদের সার্ভার মনিটরিং সার্বক্ষণিক কাজ করছে। অনলাইনে কেনাকাটাসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নজরদারি আছে। অনলাইনে কেনাকাটায় সর্তকতার অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, রাজধানীর বাসা-বাড়ি ও মার্কেটগুলোতেও নিরাপত্তার জোরদার করা হয়েছে। বিভিন্ন ইউনিটের কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশের আইনশৃঙ্খলা ও অপরাধ মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। যে কোনো ধরনের নাশকতা রোধে আমরা প্রস্তুত রয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার টিম কাজ করছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights