যাযাবর পলাশ –
এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন ফোক ঘরানার মেধাবী কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। এরই মধ্যে বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আলোচনায় এসেছেন তিনি। রেকর্ডিং এর পাশাপাশি স্টেজ শো এবং টেলিভিশন লাইভ নিয়ে প্রচুর ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। মূলত ফোক গানের শিল্পী হলেও আধুনিক গানও কণ্ঠে তোলেন মেধাবী এই গায়িকা।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ মাতিয়ে এসেছেন রাহিদা লগ্না। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওরা, নদীয়া, মালদা এবং আসাম সহ আরও বেশকিছু অঞ্চলে জমজমাট স্টেজ শো করে সেখানকার গান পিপাসুদের মন মাতিয়ে দিয়ে এসেছেন। লগ্না জানান, এবার পশ্চিমবঙ্গে গান গাইতে গিয়ে দারুণ একটা সময় কেটেছে। আমি নিয়মিতই ভারতে স্টেজ শো করতে যাই। ওখানকার আয়োজন এবং শিল্পীদের যে সম্মান তা আমাকে মুগ্ধ করে।
এদিকে, গান নিয়ে নতুন পরিকল্পনা আঁকছেন রাহিদা লগ্না। এর আগে বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিজের মৌলিক গান প্রকাশ করলেও এবার নিজের ইউটিউব চ্যানেল থেকেই গান প্রকাশের উদ্যোগ নিতে যাচ্ছেন বলে জানালেন তিনি। এরই মধ্যে কিছু গানও রেডি করে ফেলেছেন বলে জানালেন তিনি।
নিজের নতুন পরিকল্পনা নিয়ে লগ্না বলেন, বড় কোন ব্যানার থেকে গান প্রকাশ করতে চাইলে গানের অডিও ভিডিও সব নিজেকেই করে দিতে হয়। তাই এখন থেকে অন্যের চ্যানেলে গান প্রকাশ না করে নিজের চ্যানেলেই কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সবার দোয়া এবং সাপোর্ট পেলে অনেকদূর এগিয়ে যাবো আশাকরি।