আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

৪ সাংবাদিকের ভোটযুদ্ধঃ কুমিল্লা দেবীদ্বার পৌর নির্বাচন

  • In গণমাধ্যম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ জুন ২০২৩ @ ১১:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুন ২০২৩@১১:৩৪ পূর্বাহ্ণ
৪ সাংবাদিকের ভোটযুদ্ধঃ কুমিল্লা দেবীদ্বার পৌর নির্বাচন

।।বিডি হেডলাইন্স ডেস্ক।।

দীর্ঘ সময় ধরে সাংবাদিকতায় আছেন এবিএম আতিকুর রহমান বাশার, আবুল খায়ের, এআর আহমেদ হোসেন ও ইকবাল হোসেন রুবেল। এ চার প্রার্থীর মধ্যে রয়েছে অন্তমিল। পেশাগতভাবে চারজনই জেলার প্রিন্ট পত্রিকার সাংবাদিক।

এতদিন তারা জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের খবরাখবর লেখুনি ও আলোকচিত্রে তুলে ধরেছেন জনগণের কাছে। কিন্তু আসন্ন ১৭জুলাই কুমিল্লার দেবীদ্বার পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হয়ে তারা নিজেরাই এখন খবরেরব শিরোনাম। জয়ের ব্যাপারে চার সাংবাদিক শতভাগ আশাবাদী। নির্বাচনী মাঠে তারা ব্যাপক প্রচার-প্রচারণায় চালাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই নির্বাচন। তারা আশা করেন জয়ী হবেন।

এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি। তিনি মুক্তিযুদ্ধের গবেষক ও লেখকও। আবুল খায়ের যুগান্তরের ব্যুরো প্রতিনিধি। তারা দুইজনই দেবীদ্বার পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদে নির্বাচন করছেন। এদের মধ্যে এআর আহম্মেদ হোসেন দৈনিক আজকালের খবরের দেবীদ্বার উপজেলা প্রতিনিধি। তিনি এ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে মাঠে আছেন। আর এক জন হলেন ইকবাল হোসেন রুবেল তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি। তিনিও এ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তিনি এ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এবিএম আতিকুর রহমান বাশার বলেন, দেবীদ্বার পৌরসভায় জন্ম ও শৈশব-কৈশোরে বেড়ে ওঠা। আর এ কারণে এলাকার প্রবীণ ও নবীনরা তাকে খুব ভালোভাবে চেনেন ও জানেন। সবার কাছে খুবই পরিচিত মুখ। এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। মুরুব্বীরা যথেষ্ট স্নেহ করেন। এলাকার যুব সমাজকে ভালো পথে রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। পাশাপাশি এদেরকে সমাজসেবামুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। যার ফলে যুব সমাজ এখন পড়াশোনার পাশাপাশি ভালো কাজকর্মে সময় দিয়ে থাকে। এ পৌরসভার আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন- আমি বিভিন্ন সময় দুর্যোগ-মহামারি, ধর্মীয় কার্যক্রমসহ নানা ধরনের উৎসবে সাধ্যমতো এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর প্রতি আমার সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে। যার ফলে আমি প্রতিনিয়ত সব বয়সী মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আমি প্রায় ৪৭বছর যাবত সততার সঙ্গে সাংবাদিকতাসহ দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি। এখনও পেশাগত জায়গা থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। মহামারি করোনাকালীন আপন মানুষকে যখন পাশে পাওয়া অনেকটা কঠিন ছিল তখন আমি ও আমার সহযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে সবার পাশে থাকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি সামর্থ অনুযায়ী সার্বিক সহযোগিতা দেওয়ার।

এবিএম বাশার বলেন- আমাকে যদি পৌরবাসী একটাবার সুযোগ দেন তাহলে সবাইকে সঙ্গে নিয়ে অবহেলিত পৌরসভা দেবীদ্বারকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ।

দৈনিক আজকালের খবরের সাংবাদিক এআর আহম্মেদ হোসেন। দীর্ঘ সময় ধরে এ পেশায় আছেন। এছাড়া ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্বে রয়েছে এআর আহম্মেদ। দেবীদ্বার পৌরসভার ৭নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন তিনি। হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।

এআর আহম্মেদ হোসেন বলেন- করোনাকালীন সবাই যখন ঘরে বন্দি তখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে রোগীর দ্বারে দ্বারে গেছি। মানুষের দুঃখ-দুর্দশায় সব সময় পাশে থাকার চেষ্টা করি। এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।

সাংবাদিক ইকবাল হোসেন রোবেল বলেন- উদ্যমী সচেতন তরুণ শ্রেণির হাতে নেতৃত্ব আসা দরকার। সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি, ওয়ার্ডবাসী আমার কাজের মূল্যায়ন করবেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights