আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

 ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাতজন

  • In জাতীয়, রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৫ জুন ২০২৩ @ ১০:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুন ২০২৩@১২:০৭ অপরাহ্ণ
 ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাতজন
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা দাঁড়াল সাতজনে। রোববার (২৫ জুন ) প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন।
তিনি বলেন, কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে একটি দল থেকে দু’জনকে মনোনয়ন দেওয়ায় দু’জনের মনোনয়নপত্রই বাতিল হয়েছে।

এই উপ-নির্বাচনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে বাছাইয়ে হিরো আলমসহ আট জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিল করলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের মনোনয়ন বৈধতা দেন নির্বাচন কমিশন। আর বাছাইয়ে বৈধতা পান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’র মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান এবং গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম (চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনয়ন দিয়েছে)।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো দল থেকে একাধিক প্রার্থীকে একই আসনে মনোনয়নপত্র জমা দিলে সংশ্লিষ্ট দলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিধান রয়েছে। তাই গণতন্ত্রী পার্টির দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা দাঁড়াল সাত জন।
তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights