আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জঙ্গি শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

  • In আইন ও অপরাধ, জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৪ জুন ২০২৩ @ ০৬:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুন ২০২৩@০৬:১১ অপরাহ্ণ
জঙ্গি শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

।।নিজস্ব প্রতিবেদক।।

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা (মোস্ট ওয়ান্টেড) শামিন মাহফুজ ও তার স্ত্রী ফাতিমাকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

এ বিষয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেন, শুক্রবার রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শামিন মাহফুজ ও তার স্ত্রী ফাতিমাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এসএসসি ও এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়ে ২০১১ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। শিক্ষকতা করার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুমি সম্প্রদায় নিয়ে পিএইচডি গবেষণাকালে পাহাড়ে থাকা শুরু করেন।

ওই সময় জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে পরবর্তীতে নিজেই একটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেন। ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের সংগঠনের মাধ্যমে তরুণদের পাহাড়ে নিয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত করেন। মূলত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসার আল ইসলাম, হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি)Ñ মতো সংগঠন থেকে সদস্য নিয়ে তার দলে অন্তর্ভূক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জঙ্গিবাদে জড়ানোর পর দুবার গ্রেফতার হয়েছিলেন শামিন। সবশেষ ২০১৪ সালে গ্রেফতার হন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২০১৭ সালে জামিনে বের হওয়ার পর লাপাত্তা হন। তার বিরুদ্ধে বান্দরবানের থানচি ও যাত্রাবাড়ী থানায় পাঁচটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। পার্বত্য এলাকায় জঙ্গি কার্যক্রমের সময় সংগঠনের সদস্যরা তাকে স্যার বা মেন্ডিং মুরং নামে সম্বোধন করতেন বলে জানা গেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights