আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পদ্মায় ৪৭ গরুসহ ট্রলার ডুবি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ জুন ২০২৩ @ ০৬:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুন ২০২৩@০৬:০০ অপরাহ্ণ
পদ্মায় ৪৭ গরুসহ ট্রলার ডুবি
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকায় আজ শনিবার সকাল ১০টার দিকে ট্রলার ডুবির ঘটনায় দুপুর ১টা পর্যন্ত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসসহ ডুবুরী দলের মোট ১৩জন। এসময় ইউএনও শাহরিয়ার রহমান জানান- ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে করে নারায়নগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় পদ্মায় এই দুর্ঘটনা ঘটে।

খামারি লাল মিয়া জানান- তার ২টা গরু ছিল। একটিও উদ্ধার হয়নি এখনো। আমি পথের ফকির হয়ে গেলাম। আবদুল্লাহ জানান- ৪টি গরু নিয়ে নারায়নগঞ্জ যাচ্ছিলেন। ১টা গরুর বাঁধন কাটায় সেটা উদ্ধার হয়েছে। তিনটি গরু উদ্ধার হয়নি।

মোঃ ফজলু জানান- ৩টা গরু ছিল। ১টা উঠিয়েছেন। জমির উদ্দীন জানান- ৮টা গরু ছিল, ১টাও উদ্ধার করতে পারেননি। উজ্জল মুনসী জানান- ২টা গরু ছিল, ১টা উদ্ধার হয়েছে। খালেক বেপারি জানান- ৯টা গরু ছিল, ২টা পেয়েছেন।

ট্রলার মালিক ফারুক বলেন, আগা নৌকা সরাসরি ডুবে গেছে। কাঁত হয়নি। ট্রলারের নিচে ফেটে যেতে পারে। কিভাবে যে কি হয়ে গেল, আমি এখনো বুঝতে পারছি না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights